![উলিপুরে জাল নোটসহ এক প্রতারক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/ulipur-atok_132186.jpg)
উলিপুর (কুড়িগ্রাম) , ২৬ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে ৬০ হাজার ৫ শত টাকার জাল নোটসহ মাহাবুব হোসেন (৪২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতাউর রহমান প্রধানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দলদলিয়া ইউনিয়নের বার্নিরচর মেলা থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৫৪ টি ও ৫ শত টাকার ১৩ টি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, হিন্দু ধর্মালম্বিদের ব্রহ্মপূত্র নদে স্নান ও বিভিন্ন মেলা উপলক্ষে ৭ প্রতারক মিলে ৩০ লাখ টাকার জালনোট নিয়ে তারা কুড়িগ্রাম জেলায় আসে।
আটক মাহাবুব পটুয়াখালী জেলার দশমিনা থানার চর দন্ডনিয়া গ্রামের খলিল পেদার পূত্র। উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/ আব্দুল মালেক/জসিম/নির্ঝর