![রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/rjarbari-sadhinota_132194.jpg)
রাজবাড়ী, ২৬ মার্চ, এবিনিউজ : রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর সূচনা করে জেলা প্রশাসন।
শহীদ আব্দুল আজিত খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলণ, শহীদদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ সহ মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সরকারী শিশু পরিবার রোভার স্কাউট, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ পদর্শিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আছমা সিদ্দিকা মিলি, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুলী সহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।
এছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা জাতিয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সিলিভ সার্জন, রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ সহ, বিভিন্ন রাজনৈতিক দলের অংঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিচত্বরে পুষ্পমাল্য অর্পন করে।
সন্ধ্যা ৬ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের সাংস্কৃকিত অনুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনের মধ্য দিয়ে ৪৭ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের কর্মসূচী শেষ হবার কথা রয়েছে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর