![সিরাজগঞ্জের প্রবীণ আ.লীগ নেতা পূন্ন ভাই আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bb_132198.jpg)
সিরাজগঞ্জ, ২৬ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রবীন রাজনীতিবীদ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পূন্ন (৭৬) আর নাই। আজ সোমবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি-----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মীর শহীদুল ইসলাম পুন্নু সাবেক উপজেলা আ'লীগের সভাপতি ও উল্লাপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকায় পূন্ন ভাই নামে পরিচিত ছিলেন।
মরহুমের বড় ছেলে উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল জানান, গত ১৯ মার্চ তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। তিনি ৭ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল সাড়ে ৬ টায় মৃত্যুবরন করেন। সোমবার বাদ আছর উল্লাপাড়া সরকারী কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা শেষে উল্লাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মীর শহীদুল ইসলাম পুন্নু স্বাধীনতার পর থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। দীর্ঘ ৪৭ বছর ধরে তিনি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে দীর্ঘ ২০ বছর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে ছিলেন। ২০১৬ সাল থেকে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা চেয়াম্যান এড. মারুফ বিন হাবীব, পৌর মেয়র এস এম নজরুল ইসলামসহ আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা