![হোমনায় মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbb_132200.jpg)
কুমিল্লা, ২৬ মার্চ এবিনিউজ: কুমিল্লার হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ভোরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা অভিভাবদন গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সঙ্গে ছিলেন ইউএনও খান মো. নাজমুস শোয়েব ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী।
বেলা সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনও খান মো, নাজমুস শোয়েবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থান ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ও এরশাদ হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন ও খন্দকার শাহ আলম, বিআরডিবি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া ও মো. কামরুল ইসলাম প্রমুখ।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা