![কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/kasba_132203.jpg)
কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ মার্চ, এবিনিউজ : আজ সোমবার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসন নানা কর্মসূিচ পালন করে।
কর্মসূচির মধ্যে ছিলো- রাত ১ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সকালে র্যালী এবং কসবা বয়েজ স্কুল মাঠে স্কুল, কলেজ শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো.আনিসুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (কসবা- আখাউড়া সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা কৃষি অফিসার মো.কবির হোসেন।
আরো উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার, অফিসার ইনচার্জ কসবা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন।
এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। বিকেলে মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/অলিউল্লাহ সরকার অতুল/জসিম/এমসি