![কুমিল্লা উত্তরের চার উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbb_132204.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ২৬ মার্চ এবিনিউজ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ সোমবার ভোরে স্ব স্ব উপজেলা প্রশাসন, ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। সকাল ৯টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই সময়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পরিষদ মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্য কতৃক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মানী বিতরণ এবং মুক্তিযোদ্ধ, স্বাধীনতা ও সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্টিত হয়।
দাউদকান্দির উত্তরে বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম সরকার এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি আব্দুল আওয়াল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি হামদার্দ বিশ্ববিদ্যালয়ে ভিসি আব্দুল মান্নান জয়, শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
তিতাসে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রয়ী জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক আলহাজ আমির হোসেন ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ও তিতাস থানার অফিসার ইনচার্জ নুরুল আলম। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনী ও বর্ণাঢ্য কুচকাওয়াজ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনে এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন ভূইয়া,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো. শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আক্তার হোসেন নিজাম ও (ভারপাপ্ত কর্মকর্তা) নুরুল আলম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুহীব উল্লাহ্ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মো. মোশারফ হোসেন,বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক বীর মুক্তি যোদ্ধা মুন্সী জসিম উদ্দিন আহমেদ,উপজেলা প. প. কর্মকর্তা ডা. মো.নজরুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান মিতু,পশু সম্পদ অফিসার মো.আবদুল মান্নান মিয়া,দারিদ্র বিমোচন অফিসার মো. ইউনুছ মিয়া,নির্বাচন কমিশন অফিসার এস এম নাছির উদ্দিন,উপজেলা যুবসংঘহতি সাভাপতি শেখ ফরিদ মুন্সি প্রমুখ।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/তোহা