![নন্দীগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbbbbb_132211.jpg)
নন্দীগ্রাম (বগুড়া), ২৬ মার্চ, এবিনিউজ: বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক। আজ সোমবার দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করেন তিনি।
এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আলী রাজ, ছাত্রলীগে নেতা সাজ্জাদ হোসেন জয়, সাবা আল জামি, রাছেল রাজ, সাব্বির আহম্মেদ, সুরুজ আহম্মেদ উপস্থিত ছিলেন। এরপূর্বে তিনি কাহালু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/তোহা