![ডোমারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbbbbbbb_132217.jpg)
নীলফামারী, ২৬ মার্চ, এবিনিউজ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সোমবার সকাল ৬ ঘটিকায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত হৃদয়ে স্বাধীনতা চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।সকাল ৬টা একমিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন,বিএনপি,জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিকদল,প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডোমার উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মণোমুগ্ধকর ডিসপ্লে প্রর্দশনী ও ক্রিড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা। এর আগে রবিবার রাত ৯টা থেকে এক মিনিট সারাদেশের ন্যায় অন্ধকারে থাকে ডোমার উপজেলা।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা