সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় বাড়ির দেয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে গুলিবর্ষন: আহত ৫
পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য

ভোলায় বাড়ির দেয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে গুলিবর্ষন: আহত ৫

ভোলায় বাড়ির দেয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে গুলিবর্ষন: আহত ৫

ভোলা, ২৬ মার্চ, এবিনিউজ : ভোলা পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বাড়ির দেয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে শ্রমিকদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে শহরের উকিল পাড়ায় এ্যাডভোকেট মাকসুদর রহমান এই গুলিবর্ষণ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় ভয়ে পালাতে গিয়ে ৫ নির্মাণ শ্রমিক আহত হন। আহতের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ করেন, ভোলা পৌরসভার ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য এ্যাডভোকেট মাকসুদুুর রহমান এর বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা জরুরি হয়ে পড়ে। অনেক দিন ধরে তাকে ওই সীমানা প্রাচীর ভাঙ্গার অনুরোধ করা হয়। কিন্তু তিনি তা না করায় বাধ্য হয়ে সোমবার সকালে ঠিকাদারের শ্রমিকরা ওই সীমানা প্রাচীর ভাঙতে যায়। এ সময় তিনি কাজে বাধা দেন এবং গুলি বর্ষণ করেন।

অপর দিকে এ্যাডভোকেট মাকসুদুর রহমান জানান, তাকে না জানিয়ে অনুমতি না নিয়ে তার সীমানা প্রাচীর ভাঙতে শুরু করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে শ্রমিকরা তার উপর চড়াও হলে তিনি আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি করেন বলে দাবি করেন।

তবে ভোলা মডেল থানার ওসি ছগির আলী জানান, তিনি গুলি বর্ষনের কোন ঘটনা জানেন না।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত