রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবন উদ্বোধন

অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবন উদ্বোধন

অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবন উদ্বোধন

কিশোরগঞ্জ (ঢাকা), ২৬ মার্চ, এবিনিউজ: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নবনির্মিত পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। গতকাল রবিবার দুপুর ২ টার দিকে নবনির্মিত এই ভবনের উদ্বোধন করা হয়। প্রায় ৪৮লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামছুল আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজিত দত্ত প্রমুখ কক্তব্য রাখেন।

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারন সম্পাদক ও পঃ পঃ পরিদর্শক সুজিত দত্ত বক্তব্যের এক পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের শিক্ষাগত যোগ্যতার পরিবর্তনসহ নিয়োগ বিধির বাস্তবায়নের দাবী জানান। পরে প্রধান অতিথি দাবী বাস্তবায়নের সর্বোচ্চ সহযোগিতা এবং সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে নিয়ে বসার আগ্রহ প্রকাশ করেন।

এবিএন/পলাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত