![ময়মনসিংহে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbbbbbbbbbbbbbb_132234.jpg)
ময়মনসিংহ, ২৬ মার্চ, এবিনিউজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা আয়োজনে আজ সোমবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির সভাপতিত্ব করেন সংগ্রহশালার জাদুঘর ব্যবস্থাপক মুকুল দত্ত।
শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ক-বিভাগ আঁকার বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত), তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি খ-বিভাগ বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি গ-বিভাগ বিষয় পাক বাহিনীর গণহত্যা, নবম শ্রেণি থেকে দশম শ্রেণি ঘ-বিভাগ বিষয় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ এবং ঙ বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত), প্রতিযোগিতায় ক-বিভাগে ৩৬ জন, খ-বিভাগে ২৪ জন, গ-বিভাগে ১৩ জন, ঘ-বিভাগে ০৬ জন এবং ঙ-বিভাগে ৩৮ জনসহ মোট ১১৭ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র আগামী ২ এপ্রিল সংগ্রহশালার হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা