![কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132238.jpg)
গাজীপুর, ২৬ মার্চ, এবিনিউজ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে স্থানীয় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধার সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) শাহ মোহাম্মদ সামসুজ্জোহা, ওসি মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা মো. নাছির উদ্দিন প্রমুখ।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা