শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
যথাযথ মর্যাদায়

শেরপুরে ৪৭তম স্বাধীনতা দিবস পালিত

শেরপুরে ৪৭তম স্বাধীনতা দিবস পালিত

শেরপুর (বগুড়া), ২৬ মার্চ, এবিনিউজ: বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে যথাযথ মর্যাদায় ৩১ বার তপোধ্বনির মাধ্যমে ৪৭তম স্বাধীনতা দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. লিটন সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. জুলেখা খানম,

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,আওয়ামীলীগ নেতা শাহ জামাল সিরাজী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল, এবং বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। আলোচনা সভা শেষে জাতির অগ্রগতি ও কল্যান কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও সুধিজনদের নিয়ে ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয়েছিল।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত