সিরাজগঞ্জ, ২৬ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের এমপি হাসিবুর রহমান স্বপনের ডিও লেটার জাল করার অভিযোগে ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা এ কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ফয়সাল আহমেদ শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আ. সামাদের ছেলে এবং মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটারের স্বত্বাধিকারী।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আশিকুল হক দিনার জানান, শাহজাদপুর হাইটেক কম্পিটারে স্ক্যান করে এমপির ডিও লেটার জাল করে আসছিল বলে অভিযোগ ওঠে। এমন একটি জাল ডিও লেটার ধরা পড়ে। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসন তখন এর মূল তথ্য বের করে ওই কম্পিউটার দোকানের মালিককে ছয় মাসের কারাদন্ড দেয়। সেই সাথে কম্পিউটার দোকানে থাকা কম্পিউটার, মাউস সিপিইউসহ বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করা হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা