![রাণীনগরে সকালের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132244.jpg)
রাণীনগর (নওগাঁ) ২৬ মার্চ, এবিনিউজ: মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের বহুল প্রচারিত অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ‘সকালের আলো’ সাফল্যের গৌরবে পঞ্চম বছরে পর্দাপন করলো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীরমুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে নওগাঁর রাণীনগরে আনুষ্ঠানিক ভাবে পালিত হলো সকালের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ সোমবার বিকেলে সকালের আলো’র রাণীনগর উপজেলা প্রতিনিধি মো: সাইদুজ্জামান সাগর’র আয়োজনে রাণীনগর প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার (চঞ্চল), কোষাধ্যক্ষ সাহাজুল ইসলাম,
সাংবাদিক মামুনুর রশিদ, রাজেকুল ইসলাম, হারুনুর রশিদ মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, আব্দুল মালেক, ওসমান গণী রতন প্রমুখ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই গণমাধ্যমটির জন্মদিনের শুভেচ্ছা ও আগামী দিনের শুভ কামনা করে বক্তারা বলেন, মুক্তি সংগ্রামের এই চলমান লড়াইয়ে গণমাধ্যমের ভূমিকা ব্যাপক। তারা জনমত গঠনে দারুণ ভাবে ভূমিকা রাখেন। অনলাইন পোর্টাল বলে কাউকে অবহেলা করার কোন সুযোগ নাই। দেশের অগনিত মানুষ এখন অনলাইনের পাঠক। বিশেষ করে অনলাইন পত্রিকাগুলোর একটা বড় পাঠক দেশের বাইরে থাকা বাঙালীরা। দৈনিক সকালের আলো তাদের মধ্যে অন্যতম।
এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা