শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে গাঁজাসহ আটক ৩

রাণীনগরে গাঁজাসহ আটক ৩

রাণীনগর (নওগাঁ) ২৬ মার্চ, এবিনিউজ: নওগাঁর রাণীনগরে প্রায় দুইশত গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে রাণীনগর থানাপুলিশ। গতকাল রবিবার রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। জানা গেছে, রবিবার সন্ধ্যায় রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর-একডালা রাস্তার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রনি কুমার (১৯) ও সৌরভ কুমার (১৮) কে আটক করে।

আটককালে তাদের কাছ থেকে প্রায় একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই জন বগুড়ার নন্দিগ্রাম উপজেলার নাগোরকান্দি গ্রামের বাসিন্দা। এছাড়াও একই রাতে এসআই হুমায়ন কবির উপজেলার মিরাট এলাকা থেকে প্রায় একশত গ্রাম গাঁজাসহ ফজলার রহমান (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ফজলার ওই এলাকার চরকানাই গ্রামের বাসিন্দা। এঘটনায় রাতেই পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত