![দৌলতপুরে আওয়ামী লীগের র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/sova_abnews_132248.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারাগুনিয়া বাজারে বর্ণাঢ্য র্যালি এবং ডাকবাংলো মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে আজ সোমবার বেলা ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি তারাগুনিয়া শহর প্রদক্ষীন করে।
এরপর তারাগুনিয়া ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, আব্দুর রশিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শেলী দেওয়ান, আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা কাউসার আলী।
আরো বক্তব্য রাখেন- যুবলীগ সভাপতি মোদাচ্ছির হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, জলিমুদ্দিন প্রমুখ।
এর আগে প্রত্যুষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ, খেলাধুলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি