![বিরামপুরে মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/sova_abnews_132250.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ২৬ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের বিরামপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, ক্লাব-সংগঠন, পুলিশ, আনসার ভিডিপি সদস্যরা কুচ-কাওয়াজে অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় আনসার মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, থানার ওসি আব্দুস সবুর, উপজেলা ন্যাপ সভাপতি আব্দুল আজিজ সরকার, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন।
অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাকে ৪টি করে ১শ’ টাকার সুদমুক্ত জাতীয় প্রাইজবন্ড বিতরণসহ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি