মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

বোদায় মহান স্বাধীনতা দিবস পালিত

বোদায় মহান স্বাধীনতা দিবস পালিত

বোদা (পঞ্চগড়), ২৬ মার্চ, এবিনিউজ : বোদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

ভোরে ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের পরে বোদা পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।

সকালে বোদা মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজের সালাম গ্রহণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় পতাকা ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া, সরকারি কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত