বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোয়ালখালীতে স্বাধীনতা দিবস পালিত

বোয়ালখালীতে স্বাধীনতা দিবস পালিত

বোয়ালখালী (চট্টগ্রাম), ২৬ মার্চ, এবিনিউজ : বোয়ালখালীতে মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসন। এতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম সহ বিভিন্ন দফতরের নেতৃবৃন্দ।

বোয়ালখালী প্রেসক্লাব: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন বোয়ালখালী প্রেসক্লাব। এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সহ-সভাপতি রাজু দে, সাবেক সভাপতি এম এ মান্নান, সাংবাদিক আবুল ফজল বাবুল, পূজন সেন, আল- সিরাজ ভান্ডারী, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়–য়া রাজু ও মো. ছাদেকুর রহমান সবুজ।বোয়ালখালীতে স্বাধীনতা দিবস পালিতবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী। এ সময় বোয়ালখালীর সভাপতি শ্যামল বিশ্বাস, ডা. নিরঞ্জন চক্রবর্তী, সত্যজিত সরকার পিন্টু, মাধব ধর, মিহির কান্তি বিশ্বাস, নন্দিতা বসু, শ্রীবাস বিশ্বাস, নেপাল শীল, হারাধন চক্রবর্তী, এ্যানি আচার্য, সুবল দাশ, ডা. উত্তম চৌধুরী।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ: মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরনে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ¤্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি স্বজল চৌধুরী মহিলা পরিষদের সভাপতি রমা বৈদ্য, সুনিল চন্দ্র ঘোষ, সুব্রত বিশ্বাস সিকিম, মিন্টু সিকদার, পিংকু কর, শান্তা বিশ্বাস, পলিনা রড্রিক্স, মণিবালা, শিল্পী রড্রিক্স, রিখা দাস, ভালবাসা দাস, রুনু দাস, প্রভাতী চক্রবর্তী, স্বপ্না আচার্য, ঊর্মী চৌধুরী, মুন্নী দাস ও খুশী দাস।বোয়ালখালীতে স্বাধীনতা দিবস পালিতএছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বোয়ালখালী থানা প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-মাদরাসা শ্রদ্ধা নিবেদন করেন।

এবিএন/রাজু দে/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত