ধুনট (বগুড়া), ২৬ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনটে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া প্রতিনিধি ও ধুনট উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সাংবাদিক এমএ রাশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম-সম্পাদক মহসীন আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, এসআই খোকন কুন্ডু, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি গোলাম হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম।
আরো বক্তব্য রাখেন- চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ম-আহ্বায়ক ইমরুল কায়েস ঝিনুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শাওন ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য রেজা আহমেদ নয়ন, সাংবাদিক কারিমুল হাসান লিখন, শহিদুল মন্ডল, আব্দুস সাত্তার প্রমুখ।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি