বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

কাউখালীতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

কাউখালী (পিরোজপুর), ২৬ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয়পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮ টায় সারা দেশের ন্যায় কাউখালীতেও একসাথে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কে.জি ইউনিয়ন সকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ও ভিডিপি, বয়েজ স্কাউট, গালর্স ইন স্কাউট, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও চিত্রাকন, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

কাউখালীতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ সাইদ।

আরও বক্তব্য রাখেন-ডেপুটি কমান্ডার মো. আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল জিয়াদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ প্রমুখ।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করেন ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত