![কাউখালীতে স্বাধীনতা দিবসে ছাত্রলীগের মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/kaukhali-abnews3_132262.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৬ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাউখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল বের করে।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভ্রহ্ম, রাজু তালুকদার, ফজলে রাব্বি, সাংগনিক সম্পাদক হৃদয় দে, কামরুল খান, নিলয় তালুকদার, তন্ময় মন্ডল, সৈকত গুহ সহ আরও অনেকে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এনকে