শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিজয়নগরে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়নগরে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়নগরে স্বাধীনতা  দিবসে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সাংস্কৃতি মনোজ্ঞ অনুষ্ঠান দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

পরে বেলা ১২ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. মাসুমা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আক্রাম শাহ‘র সঞ্চলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাজী মো. নুরুল ইসলাম মাষ্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), মো. সেলিম চৌধুরী, আবু তাহের মনির, দূর্লভ খা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার পপি, সাদেকুল ইসলাম লিটন।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবিএন/এস এম জহিরুল আলম চৌধুরী/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত