
ভূঞাপুর (টাঙ্গাইল), ২৬ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শমসের ডিগ্রী কলেজের হিসাব রক্ষকের কক্ষের টেবিলে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে শুধু হিসাবরক্ষণ খাতা ও বিভিন্ন ভাউচার পুঁড়ে যাওয়ায় ব্যাপক রহস্যের জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকার সর্বত্রই বইছে আলোচনা-সমালেচনার ঝড়।
জানা যায়, উপজেলার শমসের ফকির ডিগ্রী কলেজের হিসাব রক্ষকের কক্ষে গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন দেখতে পান দুই নাইটগার্ড সোনা মিয়া ও মোবারক হোসেন। পরে তারা কলেজের হিসাব রক্ষককে জানালে তিনি কক্ষ খুলে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন বলে জানান নাইটগার্ডদ্বয়। আগুনে পুড়ে যায় হিসাব রক্ষণ খাতা ও বিভিন্ন ভাউচার।
এদিকে কোন কারন ছাড়াই মধ্যরাতে হঠাৎ টেবিলের উপর অগ্নিকান্ডের ঘটনা ব্যাপক রহস্যের জন্ম দিয়েছে। তাও আবার আগুনে শুধুমাত্র টাকার হিসাবের কাগজপত্র পুড়ে যাওয়ায় এ রহস্য আরো ঘনিভূত হচ্ছ। এলাকার লোকজনের মাঝে বইছে আলোচনার ঝড়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
অগ্নিকান্ডের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম বলেন, হঠাৎ করেই আগুনের ঘটনা ঘটেছে। তবে পুড়ে যাওয়ার বিষয়ে আপনাকে আগেই কিছু বলা যাবেনা।
এবিএন/কামাল হোসেন/জসিম/এমসি