তারাগঞ্জ(রংপুর) , ২৭ মার্চ, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পর্শে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর সর্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোমেনা বেগম(৩৫) গতকাল সোমবার বিকেলে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়,বাড়ির পাশে গাছের পাতা সংগ্রহ করছিলেন মোমেনা। এ সময় বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে অচেতন হয়। পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে।
মোমেনার স্বামী সাইফুল ইসলাম বলেন,ঘটনার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে। ৩নং ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/ বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর