![উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি সরকারের বড় অর্জন: মাহজাবিন বেবী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/mp-baby-news-pic-27,03,18.j_132304.jpg)
জামালপুর, ২৭ মার্চ, এবিনিউজ : জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী বলেছেন-শেখ হাসিনার কর্মকান্ডে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জিত হয়েছে। এ অগ্রতির ধারাকে অব্যাহত রাখতে আবারও আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি ২৬মার্চ জাতীয় দিবস উদযাপন শেষে বিএনপি’র রাজনীতি এবং জঙ্গীবাদ-একটি সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা প্রসঙ্গে সূধিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নকে উপমা হিসেবে তুলে ধরেন।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা আব্দুল করিম, জহুরুল ইসলাম, মাহাবুবুর রহমান উজ্জল, আল আমিন এজেল, আমিরুল ইসলাম,মোবারক হোসেন,ফিরোজ মাস্টার, নারায়ন মোদক, শহিদুল্লাহ আকন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এবিএন/মো:শাহ্ জামাল/জসিম/নির্ঝর