![শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/sherpur-bnp_132307.jpg)
শেরপুর (বগুড়া) , ২৭ মার্চ, এবিনিউজ : বগুড়ার শেরপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ মার্চ সোমবার সন্ধ্যায় শেরপুর বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্ঠা উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, এবিএম মোস্তাক, আব্দুর রাজ্জাক, মির্জা নজরুল ইসলাম, জাহিদুর রহমান ময়দান, জাকারিয়া মাসুদ তৃণমূল পর্যায়ের নের্তৃবৃন্দ সহ ছাত্রনেতা আইয়ুব আলী, ফরহাদ হোসেন, মামুনুর রশিদ আপেল, সাফিউল ইসলাম সুবজ, সেলিম, জসিম, আরমান আলী, আনোয়ার হোসেন, খাইরুল ইসলাম, শহিদুল, সাদ্দাম হোসেন, রাসেল আহমেদ স্বপন প্রমুখ ।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/নির্ঝর