শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটিয়ায় রেললাইনে ভটভটিতে ট্রেনের ধাক্কায় নিহত ১

পটিয়ায় রেললাইনে ভটভটিতে ট্রেনের ধাক্কায় নিহত ১

পটিয়ায় রেললাইনে ভটভটিতে ট্রেনের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম, ২৭ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের ওপর ভটভটি আটকে ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে আহত অবস্থায় জসীম ও ভটভটিচালক সাহেদকে (৩৭) দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জসীমকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ট্রেন আসার আগে ভটভটিটি রেললাইন পার হওয়ার সময় আটকে যায়। এ সময় দোহাজারি থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনটি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত