রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
২৫টি পরিবারের ৫০ লক্ষ টাকার ঘরবাড়ী পুড়ে ছাই

বালিয়াডাঙ্গী তে অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু

বালিয়াডাঙ্গী তে অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও ) , ২৭ মার্চ, এবিনিউজ : গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামে অগ্নিকান্ডে ২৫টি পরিবারের ৬৮ টি ঘরবাড়ী পুড়ে ছাই হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র সুদিপ্তর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

জানাযায়, ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডার দহ গ্রামে অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু । অগ্নিকান্ডে ২৫ টি পরিবারের প্রায় ৬৮টি ঘরের মালামাল ভুস্মিভুত হয়েছে।

সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গ্রামটি পরিদর্শন করেছেন।

গতকাল সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিকান্ডে একটি শিশু মারা যায়। ৮ বছর বয়সের মৃত শিশুটির নাম সুদিপ্ত । সে ২য় শ্রেণির ছাত্র। তাকে বাঁচাতে গিয়ে তার নানা রাজেন্দ্র নাথ সিংহ আগুনে পুড়ে আহত হয়েছে। সুদিপ্ত তার নানার বাড়ীতেই থাকতো।

ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী জানান, দুপুরে রান্না ঘরের একটি চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে সাথে সাথে আশপাশের বাড়ীগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে মোবাইল ফোনে খবর দিলে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, অগ্নিকান্ডের সময় সুদিপ্ত ঘরে ঘুমাচ্ছিল। তাকে ঘর থেকে বাহির করার আগেই সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটারজ্জী জানান, অগ্নিকান্ডের ওই গ্রামের ২৫ টি পরিবারের প্রায় ৬৮টি ঘর আগুনে পুড়ে গেছে। । ক্ষতিগস্থরা জানান, বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রাত সাড়ে ৮টার সময় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান জানান, খবর শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার এবং কম্বল নিয়ে ক্ষতিগস্থ পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে।

এবিএন/মো. রমজান আলী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত