![মেলান্দহে নাটক ও যাদু প্রদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/jamalpur-natok_132319.jpg)
জামালপুর, ২৭ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়ে একাত্তরের মীরজাফর নাটক ও যাদু প্রদর্শনী মঞ্চস্থ হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জালালপুর থিয়েটার এর আয়োজন করে। থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ মিলিটারী এতে সভাপতিত্ব করেন।
নাটকটি পরিচালনা করেন-জাহেদ আলী হোসাইন। নাটকে অভিনয় করেন-মেহেদী, সিরা, জুয়েল, মুকুল, সজিব, পারভেজ, আলআমিন, আমিনুর, রাসেল, ইউনুছ, মনির, সুজন ও লাভলু। একই দিন ছানোয়ার হোসেন আপনের যাদু প্রদর্শন করা হয়।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর