![ভোলায় মানববন্ধন ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/human_cain_abnews_132325.jpg)
ভোলা, ২৭ মার্চ, এবিনিউজ : “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ভোলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের কে-জাহান মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা বেগম চিনু,সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, অধ্যাপক আলতাফুর রহমান, অধ্যক্ষ অরুন চন্দ্রদে, সুজন এর সম্পাদক নাসির লিটন, নিবার্হী সদস্য মো. হোসেনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সকরকার দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে আপস করে। এদের সাথে আপস করা যাবে না। এদের চিহিত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হবে।
এসময় বক্তারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/তপু/জসিম/এমসি