মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিংগুরিয়ায় এক বিদ্যালয়ে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস
এলাকাবাসীর বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

সিংগুরিয়ায় এক বিদ্যালয়ে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

সিংগুরিয়ায় এক বিদ্যালয়ে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

ভূঞাপুর (টাঙ্গাইল), ২৭ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত না হওয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সন্ধ্যায় সিংগুরিয়া এলাকাবাসী সিংগুরিয়া বাজারে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে। মিছিলটি স্কুলরোড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিংগুরিয়া বাজার গোল চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ শামীম, স্কুলের সাবেক সদস্য, ঘাটাইল ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার ইশারত আলী, ৫নং আনেহলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ তালুকদার প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষিপ্ত জনতা ঢাকা-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ঢাকা-ভূঞাপুর মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন না করায় স্কুলটির শিক্ষক ও কমিটির বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। আপনার কাছে শুনে এইমাত্র অবগত হলাম। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবিএন/কামাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত