বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪

গোবিন্দগঞ্জে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাইবান্ধা, ২৭ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাফার্ম এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর উপ-মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ট্রলি যাত্রী রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম ওই উপজেলার শিবপুর ইউনিয়নের সর্দারহাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বগুড়া থেকে আসা এসআর পরিবহনের একটি বাস বাগদাফার্ম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলিটির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৫ জন আহত হয়।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার তিনি মারা যায়। অন্য আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত