বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে নিন্মমানের অাইসক্রিম জব্দ

ময়মনসিংহে নিন্মমানের অাইসক্রিম জব্দ

ময়মনসিংহ, ২৭ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিন্মমানের অাইসক্রিম জব্দ করে তা পরে নষ্ট করে ফেলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারের শাহাদাত আইসক্রীম ফ্যাক্টরী ও মালেক বরফ কল পরিদর্শনকালে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত ডায়িং কালার, সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি), স্যাকারিন পাওয়া গেলে তা জব্দ করা হয়। পাশাপাশি এসব অননুমোদিত উপকরণে তৈরী বিপুল পরিমাণ আইসক্রীম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।ময়মনসিংহে নিন্মমানের অাইসক্রিম জব্দএ সময় উপস্থিত ভোক্তা সাধারণকে এ সব আইসক্রীমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং 'নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত