শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় স্বাধীনতা দিবসে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ড্র

চকরিয়ায় স্বাধীনতা দিবসে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ড্র

চকরিয়ায় স্বাধীনতা দিবসে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ড্র

চকরিয়া, ২৭ মার্চ, এবিনিউজ : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকালে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টার মাঠে মনোমুগ্ধকর ও উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচটিতে দুটি দল অংশ গ্রহণ করেন। মাঠের এক প্রান্তে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং অপর প্রান্তে পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভুমি) খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এবং পৌর প্রশাসনের পক্ষে পৌর মেয়র মো.আলমগীর চৌধুরী অধিনায়কের দায়িত্ব পালন করেন।

চল্লিশ মিনিটের খেলায় দু’দলের খেলোয়াড়রা আক্রমন পাল্টা আক্রমন চালালো কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে অমীমাংসীতভাবেই শেষ হয় প্রীতি ম্যাচটি। ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত