![খোকসায় বিশ্ব পানি দিবসে র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/khoksha-pani-day_132341.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ২৭ মার্চ, এবিনিউজ : আজ মঙ্গলবার কুষ্টিয়ার খোকসায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূর-এ-আলম এর সভাপতিত্বে বেলা ১১টার সময় উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণুপদ সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা গোপেস চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান সোহেল, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়েন উদ্দিন শেখ, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান ও ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর