খোকসা (কুষ্টিয়া) , ২৭ মার্চ, এবিনিউজ :আজ মঙ্গলবার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ১-৭ এপ্রিল ২০১৮ (২য় পর্যায়) মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা হল রুমে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল এর সভাপত্বে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।। উক্ত এ্যাডভোকেসি সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন শেখ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভীন প্রমুখ। উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সোহেল।
রাষ্ট্রীয় এই কার্যক্রম সফল করতে প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী ১ থেকে ৭ এপ্রিল এর মধ্যে ৬ থেকে ১৪ বছরের প্রতিটি শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়। উক্ত এ্যাডভোকেসি সভায় শুধু শিশুদের নয় পরিবারের সকল সদস্যদেরকেও কৃমি নিরধোক ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয়।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর