শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

সুন্দরগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ আ.লীগ সুন্দরগঞ্জ শাখার আয়োজনে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে আ.লীগ উপজেলা শাখার সিনিয়র আহবায়ক আফরুজা বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ্ হারুন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ বক্শি সুর্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, স্বেচ্চাসেবক লীগের জেলার সভাপতি মোশাররফ হোসেন দুলাল, আ.লীগ নেতা ড. আব্দুল্লাহেল বারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, আহসানুল করিম চাঁদ প্রমুখ। আলোচনা পূর্বে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবিএন/ শাহ মোঃ রেদওয়ানুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত