শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীতে মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাউখালীতে মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাউখালীতে মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাউখালী (পিরোজপুর), ২৭ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর উত্তর বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়েরী মিষ্টির দোকেনের কারখানা অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কাউখালী স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন, বরিশাল ক্যাবের সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। কাউখালী থানা পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত