শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

কাউখালী (পিরোজপুর), ২৭ মার্চ, এবিনিউজ : “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নের আসবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্ত্বর সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে দূর্নীতি বিরোধী এক মতবিনিয়ম সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাজ কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হকসহ আরও অনেকে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত