শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে বিশ্ব পানি দিবস পালিত

কাউখালীতে বিশ্ব পানি দিবস পালিত

কাউখালী (পিরোজপুর), ২৭ মার্চ, এবিনিউজ : “পানির জন্য প্রকৃতি”-প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।

আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাজ কবির, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, পানি আমাদের অধিকার। সকলের জন্য সুপেয় পানি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পানি সঙ্কট মোকাবিলা ও পানির যোগান নিশ্চিত করতে সকল প্রকার পানির উৎস নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়ের দূষণ প্রতিরোধ ও ভরাট বন্ধের উদ্যোগ গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত ভূ-গর্ভস্থ পানি উত্তোলন প্রকৃতি দুর্যোগ বয়ে আনবে।

পানির উৎস সমূহ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে সেগুলির যথাযথ ব্যবহারই ভূ-গর্ভস্থ পানি ব্যবহার হ্রাস করতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পানি প্রাপ্যতা নিশ্চিত করতে এর উৎসগুলো ভরাট ও দূষণমুক্ত করে সংরক্ষণ করা অত্যন্ত জরুরী।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত