শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

লালমনিরহাট, ২৭ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি।

পরে তিনি সির্ন্দুনা ইউনিয়নেও একটি ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অপর ভূমি অফিস দুইটি হলো, পাটগ্রাম উপজেলার জোংড়া ও পাটগ্রাম পৌরসভা ভূমি অফিস। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাট এ ভবনগুলো নির্মাণ করছেন।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার রায় জানান, ওই উপজেলায় ভূমি অফিস দুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৫ লক্ষ ৫০ হাজার ৯ শত টাকা। একই আদলে পাটগ্রামে ভূমি অফিস দুইটিও নির্মাণ হবে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত