![সদরপুরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/nipa_abnews_132353.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৭ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এক কিশোরীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
এ ব্যাপারে সদরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফরিদ আহামেদ কোনো পরীক্ষা না করেই ওই রোগীর বাবা রব্বানীর হাতে মেয়ের মৃত্যুর ছাড়পত্র দিয়েছে।
এ ব্যাপারে সদরপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিক উল্লাহ্ নিকট নিপা ভাইরাস সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, কোনো পরীক্ষা না করেই সন্দেহ ভাবে নিপা ভাইরাস বলা যাবে না। এ নিয়ে ডাক্তারদের মধ্যে একাধিক মতানৈক্য দেখা দিয়েছে।
ওই কিশোরীর নাম রাবি আক্তার (১৩)। সে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ১৪ রশি গ্রামের শেখ রব্বানীর বড় মেয়ে। রাবি সদরপুর বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
রাবি আক্তারের মা জানায়, কয়েক দিন পূর্বে তার মামার বাড়ি ভাঙ্গা থানার পোড়াদাহ গ্রামে। মামা বাড়িতে বেড়ানো কালে খেজুর রস খেয়েছিল তার মেয়েসহ পরিবারের আরও কয়েকজন। এরপর থেকে ওর মাথা ব্যাথা ও বমি হচ্ছিল। চোখ ও হলুদ হয়ে গিয়েছিলো। বাকিরা সুস্থ রয়েছেন।
হঠাৎ গতকাল সোমবার রাত ৩টার দিকে প্রচন্ডভাবে বমি হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে সদরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফরিদ আহামেদ এর বাসার চেম্বারে নেওয়া হয়। পরে তিনি জরুরী বিভাগে হস্তান্তর করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্যে বলা হয়।
পরে হাসপাতাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে মাইক্রো গাড়িতে ওঠানো হলে রাবি নিশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করতে বলেন। ইসিজি রিপোর্ট দেখানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ওই মেয়ের বাড়িতে যান। পরিবারের আর্তনাদে তাদের কে শান্তনা জানান।
এ ব্যাপারে সদরপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. মো. ফরিদ আহামেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিক উল্লাহ্র নিকট নিপা ভাইরাস সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, কোনো পরীক্ষা না করেই সন্দেহ ভাবে নিপা ভাইরাস বলা যাবে না। এ ব্যাপারে তিনি জানান, ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম পর্যবেক্ষণে আসছেন বলেও জানা যায়।অপরদিকে আজ মঙ্গলবার বাদ আসর পারিবারিক ভাবে রাবির দাফন সম্পূর্ণ করার কথা জানান তার পরিবার। রাবির বাবা সদরপুর বাজারে একটি পোল্টি মুরগীর দোকানে কাজ করতেন। তিন মেয়ের মধ্যে রাবি প্রথম। রাফেজা (১১) ও মারিয়া (৪) নামে সংসারে আরও দুই মেয়ে রয়েছে।
এছাড়াও একই দিনে মাহবুব (১০) নামের আরেক শিশু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহবুব ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের মফিজউদ্দিন ইসলামীয়া এতিমখানার এতিম ছাত্র। সে মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি