![সুনামগঞ্জে শশ্মানঘাটের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/human_abnews_132354.jpg)
সুনামগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রীনারায়নপুর গ্রামের হিন্দুদের শশ্মানঘাটের জায়গা পাশ্ববর্তী হলিমপুর গ্রামের ভূমিখেকো মো. আমিনুল হক কর্তৃক জোরপূর্বক দখলের প্রতিবাদে ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের আয়োজনে গ্রামের এফ আই ভি ডি বি স্কুলের পাশে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার হিন্দু মুসলমান লোকজন অংশগ্রহণল করেন।
এ সময় বক্তব্য রাখেন শ্রীনারায়নপুর গ্রামের বণমালী দাস, সুরেশ চন্দ্র দাস, নগেন্দ্র কুমার দাস,অরুণ কুমার দাস, সচী দাস, জহরলাল দাস,হিরণ শীল, বারানন্দ দাস, ধীরেন দাস, ঝন্টু কুমার দাস, করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া ও রমিজ খান, জুয়েল মিয়া ও আব্দুর রকিব প্রমুখ।
বক্তারা বলেন, পাশ্ববর্তী হলিমপুর গ্রামের মৃত রুকুম উল্ল্যার ছেলে ভূমিখেকো আমিনুল হক সম্প্রতি কয়েকমাস পূর্বে পেশীশক্তির জোরে শ্রীনারায়নপুর মৌজার ০১ খতিয়ানের সাবেক ১৫৬৬ দাগের ২ একর ৭১ শতক শশ্মানঘাটের জায়গা দখলে নেয়। এর প্রতিবাদ করায় আমিনুল হক ও তার লোকজন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্নভাবে প্রাণে মারাসহ দেশত্যাগের হুমকি প্রদান করেন।
বর্তমানে ঐ গ্রামের লোকজনের বিকল্প কোন শশ্মানঘাটের জায়গা না থাকায় তাদের কোনো লোক মৃত্যুবরণ করলে দাহ করা নিয়ে তারা রয়েছেন চরম বিপাকে। তাই দ্রুত জায়গাটুকু উদ্ধার আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।
এ ঘটনায় গ্রামবাসী গত ২০/০৯/২০১৭ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিলেও তার কোনো প্রতিকার না পাওয়ায় গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতংঙ্কে দিন কাটাচ্ছেন বলেও মানববন্ধনে অভিযোগ করেন তারা।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি