![গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/rally_abnews_132357.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ২৭ মার্চ, এবিনিউজ : ‘দেশ প্রেমের শপথ নিন দূর্নীতিকে বিদায় দিন’-এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের কলেজ রোডে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও র্যালিতে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট ডা. কেএম এহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ বিত্রুয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মফিজুল হক।
আরো বক্তব্য রাখেন- ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিরুপমা দেবনাথ, সাধারণ সম্পাদক রফিকুল বাশার, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, প্রভাষক গোলাম মো. ফারুকী প্রমুখ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি