![বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/road-accident3_132358.jpg)
ধুনট (বগুড়া), ২৭ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনটে যাত্রীবাহি বাসের ধাক্কায় ভটভটি থেকে পড়ে গিয়ে সোহরাব আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় ওই ভটভটির আরো দুই যাত্রীকে আহত অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- শেরপুর উপজেলার চকপোতা গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুঞ্জিল হোসেন (৫০) ও একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে পান্নু মিয়া (৫৫)।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন মন্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শেরপুর উপজেলার অনেক লোকজন গতকাল সোমবার রাতে ধুনট উপজেলার দড়িপাড়া গ্রামে ওরস মাহফিলে অংশ নিতে যায়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ওরস মাহফিল থেকে চকপোতা গ্রামের ১৫/২০ ভটভটিযোগে শেরপুরের দিকে রওনা দেয়। পথিমেধ্যে গোসাইবাড়ী এলাকার পূর্বগুয়াডহুরী এলাকায় একটি যাত্রীবাহি বাস ওই ভটভটিকে ওভারটেক করার সময় পিছন থেকে ধাক্কা দেয়।
এতে বৃদ্ধ সোহরাব আলী ভটভটি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরো দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি