![কয়রায় মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24_132360.jpg)
কয়রা (খুলনা), ২৭ মার্চ, এবিনিউজ: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ মাঠের স্মৃতিসৌধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে পুস্কস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি অঙ্গ সংগঠন সমুহ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসন, কয়রা থানা, প্রেসক্লাব, বিএনপি, জাতীয় পার্টী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্কস্তবক অর্পন করেন। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে জাতীয় সংগীত পাঠ করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন থানা অফিাসর ইনজার্চ মোঃ এনামুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আমীর আলী গাইন, আঃ সাত্তার পাড়, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী, মু্িক্তযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, গাজী হুমায়ুন কবির প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা