
কিশোরগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলায় নৌ দুর্ঘটনায় নিখোঁজ শংকর ভৌমিক (৪৫) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন (১২) নামে একজন এখনো নিখোঁজ রয়েছে।
মৃত শংকর ভৌমিকের বাড়ির কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল এলাকায়। নিখোঁজ তুহিনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পুতিপাড়া গ্রামে।
চামড়া বন্দর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, রাতে ইটনার পাঁচকাহিনা থেকে ইঞ্জিন চালিত ট্রলার ২৬ জন যাত্রী নিয়ে চামড়া বন্দর আসার পথে বালিখলা এলাকায় প্রচন্ড ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের দুইজন যাত্রী নিখোঁজ হয়।
এদের মধ্যে শংকর নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাল ফেলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি