বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিলমারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
সততা সংঘের শপথ ও

চিলমারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

চিলমারীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

চিলমারী(কুড়িগ্রাম), ২৭ মার্চ, এবিনিউজ: “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২৬মার্চ-১এপ্রিল উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংঘের সদস্যদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শপথ ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, মোঃ আব্দুল করিম, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান, সদস্য মোঃ আঃ হাকিম, প্রধান শিক্ষক শেফাউন্নাহার সাজু, সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া প্রমুখ | পরে বেলা ১১টায় থানাহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি প্রতিনিধিদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ। এছাড়াও থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আঃ করিম, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান, সদস্য মোঃ আঃ হাকিমসহ ইউপি সদস্যগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত